Posts

PROJECTS

কাজ করিয়েও টাকা দেননি এডিসন, প্রতিশোধে এ.সি. কারেন্ট আবিষ্কার টেসলা-র

Image
,ELECTRICAL WORK   মঞ্চের উপরে দাঁড়িয়ে একজন লম্বা, সুপুরুষ ব্যক্তি। জাদুকরের ভঙ্গিতে একবার মাথার হ্যাটটা খুলে দর্শকদের অভিবাদন জানালেন। তারপর দুহাতে দুটো তামার গোলক তুলে নিয়ে এগিয়ে গেলেন ইলেকট্রিক ট্রান্সফর্মারের দিকে। দুটি তড়িৎদ্বারে বসিয়ে দিলেন দুটি বল। তখনও মানুষটির শরীর ছুঁয়ে আছে গোলকদুটি। তাঁর শরীর দিয়ে ছুটে গেল ২৫০ কিলোভোল্টের বিদ্যুৎ। হ্যাঁ, ২৫০ কিলোভোল্ট। অর্থাৎ আমাদের বাড়ির বিদ্যুতের লাইনের ৭৮১ গুণ। সংবাদপত্রের বর্ণনায় লেখা হয়েছিল, মানুষটির শরীরের উপর দিয়ে তখন যেন একটা আগুনের শিখা বয়ে গেল। তবে মুহূর্তের জন্যই। তারপর আবার সব আগের মতো। না, মঞ্চের উপরে সেই মানুষটি কোনো জাদুকর ছিলেন না। তিনি পদার্থবিদ্যার কিংবদন্তি নিকোলা টেসলা। কিন্তু কেন এমন জীবন বাজি রাখা খেলা দেখিয়েছিলেন তিনি? তার কারণ পদার্থবিদ্যার জগতে এক বিখ্যাত যুদ্ধ। দুই কিংবদন্তির যুদ্ধ। একদিকে নিকোলা টেসলা এবং অন্যদিকে টমাস এডিসন। একদিকে এ.সি. অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, আর অন্যদিকে ডি.সি. অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। অল্টারনেট কারেন্টের প্রচলনে যেন বেশ খানিকটা পিছনে সরে গিয়েছিলেন এডিসন। তখন তিনি এই যুক্তির উপর প্রচার...

গরমে পানিবাহিত রোগের সংক্রমণ বেশি হয়।

Image
RO, UV   গরমে পানিবাহিত রোগের সংক্রমণ বেশি হয়। আপনার পরিবারকে পানিবাহিত রোগ হতে দূরে রাখতে আজই আপনার ঘরে আনুন তাইওয়ান, ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের নামি-দামি কোম্পানির পানি বিশুদ্ধ করন ( RO, UV) মেশিন।

Listen to your favorite music while solving a key DIY Problem

Image
  I like to have my switches and outlets labeled, so it’s easy to figure out which breaker to shut off when I need to change a switch or outlet. When I moved into a new home, so I had to label everything. I didn’t have a helper, so I used a radio instead. I’d just plug it into an outlet and blast some music. Then, I’d flip breakers until the radio shut off. I had everything labeled in an hour. – Collin Grace